কলকাতা: ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি তুলেছিল বিজেপি৷ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে জানিয়েছিল, যথা সময়ে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে৷ সেই মতো শনিবার রাজ্যে ১২ কোম্পানি আধা সেনা পাঠাল নির্বাচন কমিশন৷ এদিকে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি৷ তার এতদিন আগেই কার্যত নজিরবিহীনভাবে রাজ্যে পাঠানো হল কেন্দ্রীয় বাহিনী৷
আরও পড়ুন: আসন রফা নিয়ে মতবিরোধে ভেস্তে যাতে পারে জোট
শনিবার সকালে রাজ্যে এসে পৌঁছয় ১২ কোম্পানি আধা সেনা৷ তার মধ্যে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ট্রেনে পৌঁছয় দুর্গাপুর৷ এক কোম্পানি সেনা রাখা হয়েছে বর্ধমানে৷ অন্যদিকে পাঁচ কোম্পানি সেনা পৌঁছয় হাওড়ায়৷ এদিন সকালে কলকাতা চিৎপুর স্টেশনে নামে চার কোম্পানি সেনা৷ কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটে টহলদারির জন্য এদের জম্মু ও কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে৷ তারা নির্দিষ্ট এলাকায় টহল দেবে৷
গতকাল কমিশন সূত্রে জানা গিয়েছিল, প্রতিটি জেলায় টহলদারির জন্য ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে৷ ২৫ ফেব্রুয়ারি থেকে তাদের টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মতো শনিবার থেকে রাজ্যে ঢুকতে শুরু করেছে আধা সেনা৷ জানা গিয়েছে, ওই ১২৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানি সিআরপিএফ এবং ৩০ কোম্পানি সশস্ত্র সীমা বল(এসএসবি) বাহিনী রয়েছে৷ এছাড়া রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ৷
আরও পড়ুন: আসাদুদ্দিনকে ‘সাম্প্রদায়িক’ বলে মানতে নারাজ আব্বাস
অতীতে বিধানসভা বা লোকসভা ভোটে রাজ্যে এত আগে কেন্দ্রীয় বাহিনী আসেনি৷ ২০১৯ সালে লোকসভা ভোট ঘোষণার পাঁচ দিন পর রাজ্যে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়৷ এবার সেটা একধাক্কায় বাড়িয়ে ১২৫ কোম্পানি করা হয়েছে৷ কমিশনের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি আধা সেনা পাঠানো হবে জঙ্গলমহলে৷ পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ৯ কোম্পানি সেনা টহল দেবে৷ বীরভূমে থাকবে ৫ কোম্পানি সেনা৷ চন্দননগর ও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷