বিক্রম কর্মকার, ত্রিপুরা: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি এক কুখ্যাত গাঁজা কারবারীকেও গ্রেফতার করল আগরতলা পূর্ব থানার পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বাসস্ট্যান্ডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম গনেশ মারাক। তার বাড়ি কমলপুর চুনুবাড়ী এলাকায়।
সূত্রের খবর, বুধবার আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, এক কুখ্যাত গাঁজা কারবারী গনেশ মারাক নামে ওই ব্যক্তি আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বাসস্ট্যান্ড আছে। সে ওই বাসস্ট্যান্ড থেকে একটি মিনি বাসে ( নং-TR-01-A-1245) চেপে কৈলাশহর যাবে। তবে ওই কুখ্যাত গাঁজা কারবারীর আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই পুলিশ উৎপেতে বসে থাকে তাকে ধরার জন্য।
এরপর পুলিশকে দেখা মাত্রই ওই ধৃত ব্যক্তি গাঁজা ভরতি ব্যাগ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন ওই বাসস্ট্যান্ডে থাকা স্থানীয়রা তাকে পিছু ধাওবা করে। তারপরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই ধৃত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিস।
জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ কিলোগ্রাম প্যাকেট করা গাঁজা। একইসঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, সেটার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।