সৌমেন শীল, কলকাতা: প্রাদেশিক তকমা জুটেছিল আগেই। এবার বাংলাপক্ষকে বলা হল ‘সাম্প্রদায়িক’। এফঅএম চ্যানেলে বাংলা চালানোর দাই তোলায় এই তকমা দেওয়া হয়েছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বলে পরিচিত বাংলাপক্ষকে।
আরও পড়ুন- ট্রাঙ্কে জমিয়ে রাখা পাঁচ লক্ষ টাকা কুড়ে কুড়ে খেল উইপোকা, সর্বস্বান্ত ব্যবসায়ী
ঘটনাটি ঘটেছে বুধবার। এদিন কলকাতার রেড এফএম চ্যানেলের অফিসে ডেপুটেশন দিতে যায় বাংলাপক্ষ। এই সংগঠনের সদস্যদের দাবি ছিল চ্যানেলের প্রাইম টাইম বা সমগ্র সময়ের একটা বড় অংশ জুড়ে বাজাতে হবে বাংলা গান। এই দাবি নিয়ে ডেপুটেশন জমাও দেওয়া হয় ওই এফএম চ্যানেলের দফতরে।
এদিন ওই এফএম চ্যানেলের দফতরে যেতেই সেখানের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় বাংলাপক্ষের সদস্যরা। নানাবিধ ইস্যুতে শুরু হয় বিতর্ক। বাংলাপক্ষের সদস্যরা বাংলা গানকে গুরুত্ব দেওয়া এবং বাঙালিয়ানা নিয়ে নিজেদের দাবিতে অনড় থাকে। এরই মাঝে ওই এফএম চ্যানেলের ট্যাগ লাইন ‘বাজাতে রাহো’ নিয়ে প্রশ্ন তোলে বাংলাপক্ষের তরফে যাওয়া বিক্ষোভকারীরা।
আরও পড়ুন- বাঙালি আবেগকে ছুঁতে মিঠুন-প্রসেনজিৎদের কাছে টানার তৎপরতা
এই সময়েই ওই এফএম চ্যানেলের এই ব্যক্তি বাংলাপক্ষের সদস্যদের ‘সাম্প্রদায়িক’ বলেন। এতেই চটে যায় ওই সংগঠনের সদস্যরা। সরাসরি প্রশ্ন তোলা হয়, “বাংলা গান শুনতে চাওয়া কী অপরাধ? বাংলা গান শুনতে চাইলে সে কী সাম্প্রদায়িক?” ভুল বুঝতে পেরে এফএম চ্যানেলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়। অল্প সময়ে পরে বাংলাপক্ষকে ‘সাম্প্রদায়িক’ বলা ব্যক্তি ক্ষমা চেয়ে নেন।
চিরাচরিতভাবে এদিন ডেপুটেশন দিতে গিয়ে ফেসবুক লাইভ শুরু করে বাংলাপক্ষের সদস্যরা। বিনা অনুমতিতে রেড এফএম-র মহিলা কর্মীদের ছবি ক্যামেরাবন্দি করা নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘ সময়ের বচসার পরে ওই এফএম চ্যানেলে ডেপুটেশন দেওয়া হয়েছে বাংলাপক্ষ। সেই সঙ্গে আগামি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই এফএম চ্যানেলে বিশেষ অনুষ্ঠান করারও দাবি করা হয়েছে।