বিক্রম কর্মকার, আগরতলা: পুলিশের অমানবিক ও বর্বরচরিত আক্রমণের প্রতিবাদে এবং চাকুরির স্থায়ী সমাধানের লক্ষ্যে চাকরিচ্যুত শিক্ষক, শিক্ষিকাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি ফের আন্দোলনে নামল।
৩১ মার্চ ২০২০–তে সিপিএম সরকারের আমলে চাকুরি পাওয়া ১০ হাজার ৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা চাকুরিচ্যুত হয়েছেন। এরপর গোটা ত্রিপুরা রাজ্যজুড়ে তাঁরা একের পর এক গণআন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছেন। দিনকয়েক আগে তাঁরা আগরতলা সিটি সেন্টারের সামনে টানা ৫১ দিন আন্দোলন চালিয়ে যাবার কর্মসূচি নেন। তবে ত্রিপুরা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আন্দোলন মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই তাঁরা আবার আন্দোলনে নামলেন।
এই ১০ হাজার ৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৮৬ জন মারা গিয়েছেন। তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকুরি দেওয়ার দাবিতে এদিন তাঁরা আন্দোলন চালাতে থাকেন। আগামীদিনে আরও বৃহৎ আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।