নেপাল, শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ, বিতর্কিত মন্তব্য বিপ্লব দেবের

0
63

আগরতলা: বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ অমিত শাহের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করতে গিয়ে তিনি বলে বসেন, ‘‘নেপাল ও শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার চান অমিত শাহ’’৷ তাঁর এই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ প্রশ্ন উঠছে, ভারতের একটি দল কী করে প্রতিবেশী দেশে সংগঠন বিস্তার করতে পারে?

শনিবার আগরতলায় একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন বিপ্লব দেব৷ সেখানেই অমিত শাহের প্ল্যান ফাঁস করে দেন তিনি৷ জানান, শুধু দেশের মধ্যে নয়, বাইরেও দেশগুলিতেও বিজেপির বিস্তার ঘটাতে চান অমিত শাহ৷ তখনই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মুখে আনেন শ্রীলঙ্কা এবং নেপালের কথা৷

- Advertisement -

এপ্রসঙ্গে তিনবছর আগের কথা টেনে আনেন বিপ্লব দেব৷ ২০১৮ সালে বিধানসভা ভোটের প্রস্তুতি চলছিল রাজ্যে৷ সেই বছরই সুদীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি৷ সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ৷ বিপ্লব দেব বলেন, ‘‘আমরা রাজ্যের একটি গেস্ট হাউসে ছিল৷ সেখানেই আলোচনা চলছিল৷ তখন অজয় জামওয়াল বলেছিলেন, আর কয়েকটি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা বাকি আছে৷ তখন অমিত শাহ বলেছিলেন, শুধু নেপাল আর শ্রীলঙ্কা বাকি আছে৷ আমাদের ওই দেশগুলিতেও বিজেপির বিস্তার ঘটাতে হবে এবং সরকার গড়তে হবে৷’’

বিপ্লব দেব আরও বলেন, ‘‘অমিত শাহের দক্ষতার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল৷ কমিউনিস্ট পার্টির রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি৷’’ তিনি জানান, এবার বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হঠিয়ে বিজেপির সরকার তৈরি হবে৷ আর কেরলেও সিপিএম, কংগ্রেসের পাঁচ বছর করে সরকার চালানো বন্ধ হবে৷ ওখানেও বিজেপির সরকার তৈরি হবে৷