তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আপাতত স্টেন্ট বসানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলেন না চিকিৎসকেরা। তাই কড়া নজরদারিতে রেখে তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত বজায় রাখলেন চিকিৎসকেরা।
মঙ্গলবার রাতে বুকে চাপ ব্যথা অনুভব করার জেরে বুধবার অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন পঁচিশ আগে তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। তারপরে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করে একটি স্টেন্ট বসানো হয়। তাঁর হার্টে আরও দুটি আর্টারি ব্লক আছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।
ফের অসুস্থতা বোধ করার জেরে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অ্যাপেলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হৃদরোগ চিকিৎসক দেবী শেঠী তাঁকে দেখতে হাসপাতালে যান। তাঁর উপস্থিতিতেই এ দিন সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। চিকিৎসক আফতাব খান, অজিত দেশাই, স্বরোজ মণ্ডল সহ পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড এই পরীক্ষা করেন।
বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এই পরীক্ষার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁর আরো দুটি স্টেন্ট বসবে কিনা। কিন্তু পরীক্ষার পরেও চিকিৎসকেরা এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি। তাঁকে আরো পর্যবেক্ষণে রাখার পরেই তাঁরা সিদ্ধান্ত নেবেন। আপাতত সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল।