খাস খবর ডেস্ক: আজ থেকে দেশজুড়ে শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচি৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারা৷ কেননা, তাঁরাই জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাংসদ ও বিধায়কদের সতর্ক করে এটাও বলেছিলেন, তাঁরা যেন টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি না করেন৷
কিন্তু প্রধানমন্ত্রীর আবেদনকে থোড়াই কেয়ার৷ আলিপুরদুয়ারের এক তৃণমূল বিধায়ক টিকা পাওয়ার জন্য এমন হুড়োহুড়ি করেন যে তাঁর নামই তালিকায় সবার আগে রাখা হয়৷ সেই কীর্তিমান তৃণমূল বিধায়ক হলেন সৌরভ চক্রবর্তী৷ তালিকায় তৃণমূল নেতার নাম দেখার পরই জেলা জুড়ে হইচই পড়ে গিয়েছে৷ বিজেপির প্রশ্ন, সৌরভ চক্রবর্তী কি চিকিৎসক? কেন একজন জনপ্রতিনিধির নাম এই তালিকার এক নম্বরে রাখা হল? নিয়ম কি সবার জন্য এক নয়?
আলিপুরদুয়ারের করোনা টিকা প্রাপকদের যে তালিকা তৈরি হয়েছে তাতে সবার প্রথমে নাম রয়েছে সৌরভ চক্রবর্তীর৷ যদিও সৌরভবাবুর দাবি, তিনিও একজন করোনা যোদ্ধা৷ তাই এই টিকার দাবিদার তিনিও৷ তাঁর কথায়, ‘‘আমি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান৷ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি৷ কোভিড পরিস্থিতিতে সামনের সারিতে থেকে মানুষের পাশে রয়েছি৷ তাই স্বাস্থ্য বিভাগ আমার নাম প্রথমে রেখেছে৷ এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ৷ তবে আগে জনগণ৷ তাই এই টিকা সাধারণ মানুষ যখন পাবেন তখন আমি নেব৷’’