খাসখবর ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিপাবলিক টিভি নেটওয়ার্কের কর্ণধারের৷ গত বছর শেষের দিকে কয়েকমাস জেলেও রাত্রিবাস করতে হয়েছে অর্ণব গোস্বামীকে৷ টিআরপি দুর্নীতি মামলা তো চলছিলই তাঁর বিরুদ্ধে এবার অর্ণবের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসায় আড়োলন তৈরি হয়েছে৷
আরও পড়ুন অর্ণব গোস্বামীকে ঘিরে ফের বিপাকে কুনাল কামরা, দায়ের হল মামলা
সম্প্রতি আইনজীবী প্রশান্তভূষণের একটি টুইট সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলে দিয়েছে৷ বিএআরসি-র (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল) প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তের সঙ্গে অর্ণবের হোয়াটসঅ্যাপে কথপোকথনের কিছু ছবি (স্ক্রিনশট) টুইটে তুলে ধরেছেন ভূষণ। সূত্রের খবর, মুম্বই পুলিশ একটি ৩৪০০ পাতার অতিরিক্ত চার্জশিটে ৫০টিরও বেশি পাতার এরকমই স্ক্রিণশট জমা দিয়েছে আদালতে।
ভূষণের প্রকাশ করা এসএসগুলিতে দেখা যাচ্ছে অর্ণব দাবি করছেন, প্রধানমন্ত্রীর দফতর (পিএমও), তথ্য সম্প্রচার মন্ত্রক, এনএসএ এবং অজ্ঞাত কোনও ‘এএস’-এর সঙ্গে তাঁর এত ঘনিষ্ঠতা রয়েছে। এবং জন্যই সরকারি অনেক গোপন তথ্যই তিনি আগেভাগে জানতে পারেন। তা সে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বদলই হোক কিংবা নৃপেন্দ্র মিশ্রের অপসারণ।সোশ্যাল মিডিয়াতে আসা স্ক্রিনশটগুলির একটিতে দেখা গিয়েছে অর্ণব তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে ‘অপদার্থ’ বলেছেন এবং জানিয়েছেন, স্মৃতি ইরানি ওই পদে থাকলে তাঁর সুবিধা হত।
টুইটে এসএসগুলি সাধারণ মানুষের সামনে এনেই ক্ষান্ত হননি ভূষণ। সঙ্গে তিনি লিখেছেন, ‘ দেশ আইনের শাসন থাকলে এই ব্যাক্তির দীর্ঘমেয়াদী জেল হওয়া উচিৎ।’