বিক্রম কর্মকার, ত্রিপুরা: রাজ্যে ক্রমশ চুরির উপদ্রব বেড়েই চলেছে। এই কারণে রাজ্য পুলিশের ডিউটি নিয়ে উঠছে জনমনে নানান প্রশ্ন। এই ঘটনায় মানুষ বিরক্ত হয়ে উঠেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আগরতলা রামনগরের ৩ নম্বর রোড এলাকার একটি সোনার দোকানে চুরি হয় লক্ষাধিক টাকার গয়না। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, দোকানের নাম জ্যোৎস্না জুয়েলারি। দোকানের শাটার ভেঙে ভোররাতে চোরের দল হামলা করে। ৪৬টি সোনার নথ এবং সোনার চেন সহ আরও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় তারা। ওই নথ গুলির ওজন প্রায় দেড় ভরি।
চুরি যাওয়া বিভিন্ন সামগ্রীর মূল্য আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মতন হবে বলে জানিয়েছেন জুয়েলারি দোকানের মালিক।
এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত চোরচক্রের মূল পান্ডাকে গ্রেফতার করতে কতটা সফল হয়।