বিক্রম কর্মকার, ত্রিপুরা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর হেমন্তকাল আসা মানেই প্রথম যে জিনিসটি মাথায় আসে, তা হল পৌষ সংক্রান্তি অর্থাৎ চেটেপুটে পিঠে খাওয়া। বৃহস্পতিবার পৌষ সংক্রান্তি পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।
বাঙালিদের কাছে ঠান্ডার আমেজ মানেই পিঠে উৎসব। গ্রাম হোক বা শহর ভোজনরসিক বাঙালির কাছে পিঠে পুলির স্বাদ এক অন্যরকম সুখ। অন্যান্য জায়গার মতন গ্রামীণ ত্রিপুরাতেও এখনো আলপনা আঁকার পরম্পরা রয়ে গেছে।
পৌষ সংক্রান্তির দিন ত্রিপুরার লংকামুড়াতে আলপনা আকতে ব্যস্ত গৃহিণীরা। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। তবে এই উৎসবকে ঘিরে নানা লোককথা শোনা যায়।
মকর সংক্রান্তির দিন মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যা ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। সংক্রান্তি কথাটির অর্থ গমন করা। নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলি এদিন থেকে শুরু হয়।