বিক্রম কর্মকার, ত্রিপুরা: প্রতি বছরের মতো এই বছরও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলার। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী।
এই মেলায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ”এই মেলা দীর্ঘদিন ধরে জাতি-জনজাতির সৌহার্দ্য ও মেলবন্ধনের প্রতীকরূপে উদযাপিত হয়ে আসছে। এখানে উপস্থিত জনতার মধ্যে যে উচ্ছ্বাস, তা দেখে আমি আপ্লুত”।
মুখ্যমন্ত্রী আরও জানান, মহামারী করোনার সংক্রমণ ত্রিপুরায় কমছে। আর এই তীর্থমুখে সমগ্র ত্রিপুরার মানুষ আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বের সামনে ত্রিপুরার জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতি ও শিল্পকলাকে তুলে ধরছেন। আগে শুধু জনজাতিদের উন্নয়নের স্লোগান দেওয়া হত সত্যিকারের উন্নয়ন কখনও হয়নি। এখন রিয়াং শরণার্থীদের সমস্যারও স্থায়ী সমাধান করেছেন প্রধানমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী গোমতী নদীর উৎসস্থল পরিদর্শন করেন। তীর্থমুখে গোমতীর পবিত্র জলে স্নান করেন। ঈশ্বরের কাছে সমগ্র রাজ্যবাসীর কল্যাণার্থে প্রার্থনা করেন। ওনার দৃঢ় বিশ্বাস, এই ঐতিহ্যবাহী মেলা আগামীদিনে ও জাতি-জনজাতির সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি এদিন তিনি তীর্থমুখের মেলায় স্থানীয় শিল্পীদের স্টলগুলি ঘুরে দেখেন।
তিনি বলেন, ”আমাদের স্থানীয় শিল্পীরা প্রতিভার নিরিখে কোন অংশেই কম নন”। মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, স্থানীয় শিল্পীদের থেকে জিনিস ক্রয় করার জন্য। এতে তাঁরা আর্থিকভাবে পুষ্ট হওয়ার পাশাপাশি উৎসাহিতও হবেন। যার প্রভাব পড়বে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বৃদ্ধিতে।