মুম্বই: দু’দিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভক্তদের দেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি৷ সদ্যোজাত সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে কোহলি পরিবার৷ তখনই পাপারাৎজিদের কাছে একটি বিশেষ অনুরোধ করলেন বিরুষ্কা৷
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যাকে দেখার অপেক্ষায় বসে আসেন অনুগামীরা৷ এই তারকা দম্পতির কন্যার ছবি তোলার জন্য ছটফট করছেন পাপারাৎজিরাও৷ কিন্তু ফটোগ্রাফারদের কাছে বিরুষ্কার আবেদন, আমরা আমাদের সন্তানের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখতে চাই৷ এজন্য আপনাদের সহযোগিতা ও সাহায্য প্রার্থনা করছি৷ আমাদের ছবি তুলুন৷ কিন্তু দয়া করে মেয়ের ছবি তুলবেন না৷ এত বছর ধরে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ৷
শুধু তাই নয়, ব্যক্তিগত পরিসরে নিকটাত্মীয়দেরও ঢুকতে দিতে নারাজ সেলিব্রিটি কাপল৷ কারও কাছ থেকে উপহার বা ফুল গ্রহণ করছেন না৷ কাছের লোকেদেরও অনুমতি নেই হাসপাতালে দেখা করার৷ হাসপাতালের তরফে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা৷ কোনও স্টাফকে অনুষ্কার ঘরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই৷ হাসপাতাল থেকে বেরনোর সময় কোনও ভাবে ছবি যাতে না ওঠে সেজন্য পেছনের দরজার ব্যবস্থা করা হয়েছে৷
গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা৷ ওই দিনই বিরাটের ভাই বিকাশের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷ দাদা-বৌদিকে শুভেচ্ছা জানাতে গিয়ে সদ্যোজাতর পায়ের ছবি শেয়ার করেছিলেন৷ অনেকেই ধরে নিয়েছিলেন সেটা বিরুষ্কার সন্তানের প্রথম ঝলক৷
পরে বিকাশ জানান, এটা তাঁর ভাইঝির ছবি নয়৷ ইন্টারনেট থেকে একটি ছবি নিয়ে তিনি শেয়ার করেছিলেন মাত্র৷