নিজস্ব সংবাদদাতা, তমলুক: দুই ছেলে বিরোধী পদ্ম শিবিরে নাম লেখানোর পরে বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল। আগেই সরিয়ে দেওয়া হয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। সেই অপসারণের ২৪ ঘন্টা না কাটতেই শিশিরবাবুর থেকে কেড়ে নেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ।
আরও পড়ুন- ভোট প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে আসলেন ডেপুটি নির্বাচন কমিশনার
তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপি শিবিরে। সেই কারণেই কাঁথির বিধায়ক শিশির অধিকারীকে নানাবিধ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে। এই নিয়েই মুখ খুলেছেন শিশির অধিকারীর মেজো ছেলে শুভেন্দু। বুধবার ভগবানপুরের অর্জুননগরে তফসিলি মোর্চার জনসভায় হাজির ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
ওই সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেই সময়ে শিশিরবাবু প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই। যারা পরিবর্তন করলেন তারা বলতে পারবেন। আমার পরিবার আছে আমার বাবা মা সুস্থ থাকুক এটাই আমি চাইবো।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমি বাব-মায়ের পরামর্শ নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিই না। আমার বাবাও আমার সঙ্গে পরামর্শ করে তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত কখনও নেননি।”
আরও পড়ুন- রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহে পথে নামল কংগ্রেস
তবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দেওয়ার ঘাস ফুল নেতৃত্বকে আক্রমণ করতে ভুলে যাননি শুভেন্দু। চেনা ছন্দে এই প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “আমি তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি করি না। তারা কর্মচারী খোঁজে কর্মচারী খুঁজে নেবে। যারা কর্মচারী হিসেবে থাকতে চায় না বেরিয়ে আসবে।”
জেলা সভাপতির পদ থেকে অপসারণ সঙ্গে শিশির অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও রকম মন্তব্য করতে চাননি। নবনিযুক্ত জেলা সভাপতি তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, “আমি প্রথমে সর্বভারতীয় তৃণমূল- কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবো। তার দেওয়ার দায়িত্ব আমি যাতে সবাইকে নিয়ে পালন করতে পারি আমি তার চেষ্টা করবো। শিশিরবাবুকে কেন সরানো হলো এ ব্যাপারে আমি বলতে পারব না। এটা রাজ্যের ব্যাপার রাজ্য নেতারা বলতে পারবেন।”
আরও পড়ুন- আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিং