খাসখবর ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “শুধু আমার বাড়ি নয়, তোমার বাড়িতেও পদ্ম ফোঁটাব।” সেই সুরই এবার যেন শোনা গেল খোদ তৃণমূল সুপ্রিমোর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
আরও পড়ুন এখন সকালে উঠে দিদি ফোন করে খোঁজ নেন, নেতারা দলে আছে না বিজেপিতে: দিলীপ ঘোষ
চলতি সপ্তাহের মঙ্গলবার বিবেক মেলায় বেসুরো গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। নেপোটিজম এবং ‘ভাইপো’ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমানে বিঁধছেন বিজেপি নেতারা। তাদেরই যেন সমর্থন করে বসলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ করে দেব নিজের পরিবারকে। এটাই এখন রাজনীতি।”
নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা সৃষ্টি করেছেন তিনি। জানান যে আমি কি করব নিজেই জানি না। কাল কি হবে তা কেউই জানে না। তবে কি বিধানসভা ভোটের আগে আরও ভাঙছে রাজ্যের শাসকদল ? জারি জোর জল্পনা।