অর্পিতা দাস: তাঁর সততা, সোজাসাপ্টা কথা, বিভিন্ন চরিত্রের কারণে একাধিকবার ঝুঁকি নেওয়া- এসবের জন্য মানুষের কাছে সমালোচিত হয়েছেন বহুবার। তবে এবার ব্যাপারটা অন্যরকম। তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য সমালোচক পুরস্কারে মনোনীত হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
অবিনাশ অরুণ ও প্রসিত রায় পরিচালিত অ্যামাজন প্রাইম অরিজিনাল ‘পাতাল লোক’-র জন্য ‘ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’- এর সেরা পার্শ্বচরিত্র বিভাগে মনোনীত হয়েছেন নীনা গুপ্তা, শিবা চাড্ডা, দিব্যা দত্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।
ক্রাইম থ্রিলার পাতাল লোকে একজন জনপ্রিয় সাংবাদিক ও সঞ্চালক সঞ্জীব মেহরার স্ত্রী ডলি মেহেরার চরিত্রে অভিনয় করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সমসাময়িক অরিজিনালস এর মধ্যে ‘পাতাল লোক’ বেশ প্রশংসিত হয়েছে।
ডলি মেহরার চরিত্র দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন স্বস্তিকা। এমন একটি বিভাগে মনোনীত হতে পেরে স্বস্তিকা দারুণ খুশি।
লকডাউনের সময় ১৫ মে এই অরিজিনাল মুক্তি পায়। সম্প্রতি ‘দিল বেচারা’ ও ‘ব্ল্যাক উইডোস’- এর মতো একাধিক বলিউডের প্রজেক্ট এ অভিনয় করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই দারুণ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা।
এই পোস্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শামিতা শেট্টি সহ টলিউড ও বলিউডের প্রায় সকল তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকাকে।