পাটনা: একদল বিকৃত মানুষের যৌন লালসার শিকার হতে হল এক নাবালিকাকে। শুধু তাই নয়, গণধর্ষণের পরে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ওই নাবালিকাকে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
আরও পড়ুন- উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরে এল শীতের আমেজ, কলকাতায় আজ ১৬ ডিগ্রি
ঘটনাটি ঘটেছে এনডিএ শাসিত রাজ্য বিহারে। ওই রাজ্যের মুজফফরপুর এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের পরে জীবন্ত জ্বালিয়ে হত্যা করার অভিযোগ দায়ের হয়েছে পুলিশ কাছে। মোট চার জন ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গণধর্ষণের পরে খুন হওয়া নাবালিকা মুজফফরপুরের বাসিন্দা। ওই মেয়েটির বাড়িতেই ঘটেছে গণধর্ষণের ঘটনা। পরে সেই বাড়িতেই মেয়েটির গায়ে তেল ঢেলে আগু জ্বালিয়ে দেওয়া হয়। মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জীবন্ত অবস্থাতেই ওই মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরে এল শীতের আমেজ, কলকাতায় আজ ১৬ ডিগ্রি
এই বিষয়ে মুজফফরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেয়েটির বাবা চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, “সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে অভিযুক্তদের গ্রেফতার করা। সেই লক্ষ্যেই পুলিশ কাজ করছে।”
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। মাস দুই আগে ওই রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠা হয়েছে। বিহারের ক্ষমতা দরে রাখতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। বিজেপির সঙ্গে জোট করে সরকার চালাচ্ছে জেডিইউ। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের বদায়ু-তে একই ধরণের ঘটনা ঘটেছিল। সেই একই ছবি দেখা গেল পড়শি রাজ্য বিহারেও। ঘটনাচক্রে বিহারেও চলছে এনডিএ জোটের শাসন।