নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হল হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকা থেকে। সোমবার পেঁচাটি উদ্ধার হয়। এরপর পুলিশের উপস্থিতিতে পেঁচাটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে।
এর কিছুদিন আগে জগদীশপুর এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি ভাম। সোমবার উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রথমে পুলিশের হাতে তুলে দেয় মাকালতলা এলাকার স্থানীয়রা। পরে উদ্ধার হওয়া সেই পেঁচাটিকে হাওড়া সিটি পুলিশ জেলা বনদফতরের হাতে তুলে দেয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, লিলুয়া থানা এলাকার জগদীশপুরের মাকালতলার গ্রামবাসীরা বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচাটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিষয়টি জানায় বন দফতরকে। খবর পেয়ে সেখানে পৌঁছান বন দফতরের কর্মীরা। সেখান থেকে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
বন দফতর সূত্রে খবর, পেঁচাটির শারীরিক পরীক্ষা করা হয়। এই প্রাণীটির শরীরে কোনও আঘাত ছিল না। সুস্থ ছিল সেটি। এরপর পেঁচাটিকে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়।