পলাশ নস্কর, কলকাতা: মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসে ভোট পড়লেও অসুবিধা নেই। সেই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কৃষি আইনের বিরোধিতা করে তৃণমূল পথে নামছে। এ বিষয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন কেন্দ্রের কৃষি আইন নিয়ে।
শুভেন্দু প্রসঙ্গে বুধবার রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, “কে কি বলেছেন জানি না। বিজেপির ভোট, পশ্চিমবঙ্গের লোক বিজেপিকেই ভোট দেবে এবং দুশো আসনে বিজেপি জিতবে”।
কৃষি আইনের বিরোধিতা করে তৃণমূল পথে নামছে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এতো দিন নামেনি কেন। পশ্চিমবঙ্গের কৃষকরা মোদীজির সঙ্গে আছেন। দিদির সঙ্গে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ছোট একটা পদযাত্রা করেছিল লোক ওনার সঙ্গে নাই দেখে নিয়েছে কলকাতা। দালালরা ওনার সঙ্গে আছে। ওনার হিম্মত নেই নামার। উনি ১০ হাজার কৃষকদের নিয়ে করুন। আমরা ৫০ হাজার কৃষক নিয়ে র্যালি করব”।
নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এসে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি কুনাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় একজন চিটফান্ড কর্তার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে। তাকে এক মঞ্চে দিলীপ ঘোষ কেন রাখছেন। এই দিলীপ ঘোষ বলেন, সেটা তো পার্টি ঠিক করবে। কি করবেন না করবেন। ওনার কষ্ট ওনাকে পুলিশ কেন ধরছে”।