নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর ব়্যালি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা৷ কিন্তু ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর ব়্যালির উপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র৷ পিটিশনে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কুচকাওয়াজের সময় কৃষকরা ট্র্যাক্টর ব়্যালি করলে সেটা হবে দেশের কাছে অস্বস্তির কারণ৷ কেন্দ্রের এই যুক্তি শুনে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷
বুধবার রাহুল গান্ধী একটি টুইট করেন৷ সেখানে তিনি লেখেন, ‘‘৬০ জনেরও বেশি কৃষকের মৃত্যু কেন্দ্রের কাছে অস্বস্তির কারণ নয়৷ কিন্তু ট্র্যাক্টর ব়্যালিকে অস্বস্তির কারণ বলছে মোদী সরকার৷’’ উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া কৃষক বিক্ষোভে এখনও অবধি ৬০ জনের বেশি চাষির মৃত্যু হয়েছে৷ কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ দিল্লির তীব্র ঠান্ডায় সহ্য করতে না পেরে মারা গিয়েছেন৷
কৃষক আন্দোলনকে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন রাহুল গান্ধী৷ কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একটা বড় অংশ এই আন্দোলন শুরু করেছেন৷ প্রথমে কৃষকরা তাদের রাজ্য থেকে এই আন্দোলন শুরু করলেও পরে তারা মিছিল করে হাজির হন দিল্লির সীমান্তে৷ সেখানে প্রায় দু’মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা৷
এদিকে অচলাবস্থা কাটাতে গতকাল সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছে৷ চার সদস্যের এই কমিটিতে কৃষকদেরও যোগ দিতে বলেছে সর্বোচ্চ আদালত৷ কিন্তু কৃষকদের দাবি, কমিটির সদস্যরা কৃষি আইনের পক্ষে৷ তারা আইনের পক্ষে মত দেবে৷ তাই ওই কমিটিতে যোগ দিতে কৃষকরা অস্বীকার করেন৷