নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গুছাতে ব্যস্ত সকল রাজনৈতিক দল। অনেক বড় নেতানেত্রীরা দল বদল করছে। এই অবস্থায় সমাজের তৃণমূল স্তরেও ঘটে গেল বড় রদবদল। বিজেপিতে যোগ দিলেন বহু সংখ্যালঘু পরিবারের মানুষ।
আরও পড়ুন- অধিকাংশ ভারতীয়র প্রতিষেধক ক্ষমতা গড়ে উঠেছে, টিকাকরণের আগে আশার কথা শোনালেন বিশেষজ্ঞরা
বুধবার রাতের দিকে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগণা জেলার কেষ্টপুর এলাকায়। এদিন বাগুইআটি এলাকায় একটি সভার আয়োজন করা হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। সেই সভাতেই বিজেপিতে যোগদান করে কেষ্টপুর এলাকার ২০০টি সংখ্যালঘু পরিবার।
দলের এই নবাগত সদস্য-সদস্যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি চার্লস নন্দী। তিনি জানিয়েছেন যে কেষ্টপুর এলাকায় তৃণমূল যে অত্যাচার চালাচ্ছে তা মাত্রা ছাড়া হয়ে গিয়েছে। সেই প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেতে এবং পালটা জবাব দিতে বহু মানুষ বিজেপির পতাকাতলে এসেছেন। এখন থেকে এনারা বিজেপির হয়ে কাজ করবেন।
আরও পড়ুন- বাগবাজারের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ফাটছে একের পর এক সিলিন্ডার
এদিনের যোগ দেওয়া সকল রাজনৈতিক ব্যক্তি অহিন্দু ধর্মের মানুষ। কেষ্টপুর এলাকার খ্রিষ্টান পাড়ার বাসিন্দা ওই ২০০টি পরিবারের কাছে এদিন কম্বল তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। চার্লস নন্দী আরও বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই কারণেই মানুষ বিজেপির ছত্রচ্চছায়ায় আসতে চাইছে। এর আগে গত ১৩ ডিসেম্বর কেষ্টপুর এলাকার ২৫০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিল।