বিক্রম কর্মকার, ত্রিপুরা: সারা দেশে মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় যুব দিবস পালন করা হল। সেই মতন এদিন আগরতলাতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, আগরতলা বিবেক উদ্যান চিলড্রেনস পার্কের পরিচালনায় এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পাশাপাশি বিদ্যালয় শিক্ষা দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি এবং আগরতলা বিবেকানন্দ যুব মহামন্ডলীর উদ্যোগে করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, ”পরাধীন ভারতবর্ষকে সারা দুনিয়ার সামনে পরিচিতি দিয়েছিলেন স্বামীজি। আমাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করে তা স্বামীজির মন্ত্রেই”।
মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানান, প্রত্যেক বাড়িতে একটি করে স্বামীজির ছবি ও বাণী রাখুন। যা বৈভবশালী ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। স্বামীজির স্বভিমানের দিশাতেই আমরা আগামীর পথ প্রশস্ত করতে চাই।
তিনি আরও বলেন, ”যুব সমাজকে নিজেদের কর্তব্যের প্রতি যিনি জাগ্রত করেছিলেন, যিনি জীব প্রেমকে, ঈশ্বর প্রেমের সমতুল্য জ্ঞান করেছিলেন, সেই মহান সাধক স্বামী বিবেকানন্দের জন্মদিনে শতকোটি প্রণাম”।