বিক্রম কর্মকার, ত্রিপুরা: নিজের স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ত্রিপুরা ধলাই জেলা আমবাসা কলোনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নারায়ণ দাস। তার বাড়ি আগরতলার হাঁপানিয়া এলাকায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, এদিন সকালের ট্রেনে করে সে আগরতলা থেকে আমবাসায় পৌঁছায়। সেখান থেকে আমবাসা কলোনি এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী জয়া শাহী ও শাশুড়ি কাজল শাহীকে কুপিয়ে গুরুতরভাবে জখম করে। পরবর্তী সময় এলাকার মানুষ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে কুলাই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।
জানা গিয়েছে, এই ঘটনার জেরে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ধলাই জেলার জেলাশাসক, জেলা পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ক্ষুব্ধ জনতা ধৃত নারায়ণ দাস নামে ওই ব্যক্তিকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে কোন মতে নিয়ন্ত্রণে আনেন।
প্রসঙ্গত, গত প্রায় ১৫ বছর আগে জয়া শাহীর সঙ্গে অভিযুক্ত নারায়ণ দাসের বিয়ে হয়েছিল। তাদের দুটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা বলে ধারণা এলাকাবাসীর। কারণ পারিবারিক কলহের জন্য জয়া শাহী আগরতলা হাপানিয়াস্থিত নারায়ণ দাসের বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে রয়েছে। জোড়া খুনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে বিরাজ করছে গভীর শোকের ছায়া।