অর্পিতা দাস: টলিউডে তার ছকভাঙা অভিনয় অনেক নায়িকার জন্য বড় ‘চ্যালেঞ্জ’। ‘অভিমান’- এ কিছুদিনের জন্য বিরতি নিলেও আবারও ‘বস’ হয়ে রাজ করেছেন টলিউডে, তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে আজকের খবর তাঁকে ঘিরে নয়, খবরের শিরোনামে শুভশ্রীর দিদি খুব কাছের মানুষ দেবশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডে কামব্যাক করছেন দেবশ্রী।
সোশ্যাল মিডিয়ার দৌলতে শুভশ্রীর দিদি দেবশ্রী অনেকের কাছেই পরিচিত। কিছুদিন আগেই শুরু করেছেন নিজের হোম ডেলিভারির ব্যবসা। তবে এবার সম্পূর্ণ অন্যরূপে। রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী।
যদিও এটা তাঁর প্রথম অভিনয় নয়, রাজ চক্রবর্তী পরিচালিত দেব-শুভশ্রী অভিনীত ‘চ্যালেঞ্জ’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সেই অফার এসেছিল হঠাৎ করেই, শুভশ্রীর সঙ্গে সেটে যাওয়ার পর হঠাৎই রাজ তাঁকে অভিনয় করতে বলেন, ”সেই ভাবেই শুরু, তবে তারপর আর অভিনয় করেননি দেবশ্রী।
কিন্তু ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে পুরোদমে অভিনয় করেছেন দেবশ্রী এমনকি তাঁর অভিনয়ে মুগ্ধ স্বয়ং পরিচালক রাজর্ষি দে। পদ্মনাভ দাসগুপ্তর বিপরীতে ঋতাঙ্গনা চরিত্রে দেখা যাবে দেবশ্রীকে। শুটিং এমনকি ডাবিং সেরে ফেলেছেন তিনি, এবার অপেক্ষা শুধু ছবি মুক্তির।
প্রথম ছবিতে শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দেবশ্রী। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, বিদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী আরো অনেক অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন দেবশ্রী- এমনটাই মত পরিচালক রাজর্ষি দে-এর। তাই দেবশ্রী গাঙ্গুলীর এই নতুন যাত্রার জন্য খাস খবর- এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।