বিক্রম কর্মকার, ত্রিপুরা: তৈরি হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এই প্রেক্ষিতে ভ্যাকসিনের ডোজ দেশের বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। সোমবার থেকেই করোনার ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে।
অন্যদিকে সোমবার কোভিড ভ্যাকসিন নিয়ে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। এই সভায় ভ্যাকসিন বন্টন ও প্রয়োগের প্রক্রিয়া বিষয়ক মূল্যবান পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ”কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে এই ভ্যাকসিন নিরাপদ এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আশাকরি দ্রুত আমরা এই মহামারী থেকে মুক্তি লাভ করব”।
১৬ জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হবে কোভিড টিকাকরণ কর্মসূচি৷ দেশের তিন কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের দেওয়া হবে টিকা৷ গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, রাজ্য সরকারকে টিকাকরণের ব্যয়ভার বহন করতে হবে না৷ কেন্দ্রই টাকা দেবে৷
সেই মতো আজ দেশের ১৩টি শহরে বিমানে করে পৌঁছে দেওয়া হয়েছে ভ্যাকসিন৷ ৩ কোটি কোভিড যোদ্ধাকে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে৷