বিক্রম কর্মকার, আগরতলা: মিউজিক কলেজের সপ্তমতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল আগরতলায়। করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, আগরতলা লিচুবাগানস্থিত শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্ত্রী শ্রীমতি নীতি দেব সহ অন্যান্যরা।
এদিন শ্রীমতি নীতি দেব বলেন, ”যার নামে এই কলেজের নাম রাখা হয়েছে তিনি আর কেউ নন, হলেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শচীন দেববর্মন। যার কারণে আন্তর্জাতিক দিক থেকে ত্রিপুরা রাজ্যের নাম হয়েছে। শচীন দেববর্মনজি এবং আর ডি বর্মনজি মিলে অনেক বড় স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে মিউজিক এবং কলা ক্ষেত্রের দিক দিয়ে ত্রিপুরা রাজ্যকে”।
তিনি আরও বলেন, ”আমাদের কাছে অনেক ট্যালেন্ট আছে যা বিগত অনেক বছর সময় ধরে লুপ্ত হয়ে যাচ্ছে। এই ট্যালেন্ট যাতে লুপ্ত হয়ে না যায় এবং বাচ্চারা যাতে কোন দিন এই কলাক্ষেত্রের দিক থেকে দূর না সরে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেকের দরকার বাচ্চাদেরকে এই কলাক্ষেত্রের দিক দিয়ে বেশী করে উৎসাহিত করা”। এছাড়াও তিনি এদিন বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য বক্তব্য সকলের সামনে তুলে ধরেন।