বিক্রম কর্মকার, ত্রিপুরা: অতিমারী পরিস্থিতিতে দেশে হানা দিয়েছে ব্লাড ফ্লু। কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এর প্রকোপের দেখা মিলেছে। তবে এসবের মাঝে এক অন্য চিত্রের দেখা মিলল ত্রিপুরা রাজ্যে।
এ রাজ্যে এখনও পর্যন্ত ব্লাড ফ্লু-র কোন খবর নেই এমনই জানিয়েছেন সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা। রবিবার আগরতলায় সরকারি বাসভবনে গুরুত্বপূর্ণ এক সাংবাদিক সম্মেলন করেন তিনি।
তিনি জানান, এখনো পর্যন্ত রাজ্যের কোথাও মৃত্যুর কোনো সংবাদ নেই। যেসব হাঁস, মুরগি ও পাখির মৃত্যু হয়েছে সেগুলি ব্যাকটেরিয়া জনিত কারণে মারা গিয়েছে। ব্লাড ফ্লু সম্পর্কে অযথা আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন তিনি। সাধারণ মানুষজনকে এই বিষয়ে এমনই আবেদন জানিয়েছেন মন্ত্রী সান্তনা চাকমা।
তিনি আরও জানান, ডিম, মাংস ইত্যাদি ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। ঠিকভাবে সিদ্ধ করে খেলে কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না বলে তিনি মনে করেন।
বিশেষজ্ঞরা এই ধরনের অভিমত ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিক কারণেই ব্লাড ফ্লু আতঙ্ক সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। স্পর্শ কাতর এই বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা আরও জানান ,দেশের কয়েকটি রাজ্যে ব্লাড ফ্লু দেখা দেওয়ায় প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে ৭ জানুয়ারি এই রাজ্যেও সর্তকতা জারি করা হয়েছে।