কলকাতা: বিধানসভা ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার৷ বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের চিঠি লিখে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে৷’’ তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন আগে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি কোভিড মোকাবিলায় কোভিড মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার জন্য ও মানুষের পাশে থাকার জন্য রাজ্যের সব পুলিশ কর্মী, হোম গার্ড, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, সংশোধানাগার কর্মীদের ধন্যবাদ জানান তিনি৷
গোটা দেশেই অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে টিকাকরণ হবে৷ সেই একই ভাবে রাজ্যেও টিকাকরণ হবে৷ প্রথমে ভ্যাকসিন পাবেন রাজ্যের প্রথম সারির করোনা যোদ্ধারা৷ তারপর ধাপে ধাপে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে সরকার৷ ইতিমধ্যে একাধিক জেলায় পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের কাছে পৌঁছে গিয়েছে সেই চিঠি৷
উল্লেখ্য, বছরের শুরুতেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগে অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই৷ তারপর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর ঠিক হয়, ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ শুরু হবে৷ প্রথম পর্যায়ে ৩ কোটি স্বাস্থ্যকর্মী এই টিকা পাবেন৷ দ্বিতীয় পর্যায়ে ২৭ কোটি মানুষের জন্য টিকার বন্দোবস্ত করা হবে৷ ভ্যাকসিন পাবেন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরাও৷