অর্পিতা দাস: ২০২০ তাকে অনেক কিছু শিখিয়েছে, ম্যাচিওর করেছে। তাই ২০২১- এ ৩১তম জন্মদিনে জীবন কে নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
আরও পড়ুন নুসরতকে কাস্ট করছেন লালবাজারের পরিচালক
জন্মদিনের সকালে নিজের দারুন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত। লেখেন, “আজকের জন্য বাঁচো, আগামীকালের কথা পরে ভেবো।” অর্থাৎ আপাতত বর্তমান সময় নিয়েই ভালো থাকতে চান নুসরত নিজে। কিন্তু বর্তমানে কাছের মানুষদের নিয়ে কেমন আছেন এই সাংসদ অভিনেত্রী? প্রশ্ন উঠছে এটাই।
কারন আগেরবছরও নুসরতের জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করেন স্বামী নিখিল। কিন্তু এ বছর এখনো নিখিল সোশ্যাল মিডিয়ায় উইশ করেননি নুসরতকে। এমনকি আগে যে কোনো উৎসবে নুসরত ও নিখিল একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাতেন সকলকে। বেশ কিছুদিন ধরেই দুজনের সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যাচ্ছে, দুজনের কেউই একে অপরের সঙ্গে কোনো ছবি পোস্ট করছেন না। এমনকি নুসরত ও নিখিলের মাঝে শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির নামও। তবে সেই বিষয়ে একেবারেই মুখ খোলেননি নুসরত।
তবে তাঁর বর্তমান সময় যেমনই হোক, তিনি যেভাবে থাকতে চান সেভাবেই যেন ভালো থাকতে পারেন নুসরত, টিম খাসখবরের পক্ষ থেকে রইল জন্মদিনের এই শুভকামনা।