বিক্রম কর্মকার, ত্রিপুরা: প্রতিবারের ন্যায় এবারও বছরের শুরুতেই বার্ষিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ত্রিপুরা শালবাগান বর্ডার সিকিউরিটি ফোর্স ফ্রনটিয়ার হেড কোয়ার্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিপুরা বিএসএফের আইজি সুশান্ত কুমার নাথ। এদিন তিনি বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য বক্তব্য সকলের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, ”গত বছর মার্চ মাস থেকে কোভিড-১৯ সংক্রমন, লকডাউন ,সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় রাখা, রেল চলাচল, বিমান পরিষেবা সব কিছু বন্ধ ছিল। এইসব কারণের জন্য ভারতীয় বিএসএফ সেনা জওয়ানদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও ত্রিপুরা ফ্রনটিয়ার অধীন বিএসএফ সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেছেন। আর অভূতপূর্বভাবে সফলও হয়েছে তাঁরা”।
তিনি আরো বলেন, ”১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত সুরক্ষা বাহিনী জাতিসত্তাকে সেবার ক্ষেত্রে নিজেকে নিবেদিত করেছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করা”।