বিক্রম কর্মকার, ত্রিপুরা: সেটেলমেন্ট (ভূমিলেখ্য ) অফিসে সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায় ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উত্তর গেইট সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ যাদব, বিজেপির সভানেত্রী শ্রীমতি পাপিয়া দত্ত, টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ওই অফিসের পাশেই রাজবাড়ি। তাই আগুন যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে তার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।
এবিষয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানালেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু নিশ্চিত কেউই কিছু বলতে পারছেন না এই আগুন কি করে লেগেছে। আগুনের পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তাও তদন্ত করে দেখার দাবি উঠছে। তবে অনেকের দাবি গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই আগুনে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।