বিক্রম কর্মকার, আগরতলা: ১৮৫৩ সালের ২০ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী। শ্রী সারদা মায়ের আবির্ভাব পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে।
এই বছর শ্রী শ্রী সারদা মায়ের ১৬৮ তম আবির্ভাব তিথি। সেই কারণেই আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিনটি পালন করা হয়েছে।
এদিন এই উপলক্ষে আশ্রমে ভক্তদের ভিড় বেশ পরিলক্ষিত হয়। তাই এই অঞ্চলে এখন উৎসবের আমেজ। নিউ নর্মালে সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান পালন করা হচ্ছে আশ্রম সূত্রে এমনই খবর মিলেছে।
সারদা দেবীর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবীর পরিবার বংশানুক্রমে ভগবান উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে হুগলির কামারপুকুরের গদাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি হয়ে ওঠেন শ্রী রামকৃষ্ণের যোগ্য সহধর্মিনী। সারা জীবনের সাধনার ফল রামকৃষ্ণদেব অর্পণ করেছিলেন সারদা মাকে। বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সংঘ জননীর স্থান।