তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: মদ্যপান কিংবা ধূমপানে তিনি অভ্যস্থ নন। নিয়মিত শরীর চর্চা করেন। আপাত দৃষ্টিতে তিনি বেশ ‘ফিট’। এই রকম মানুষের হার্ট অ্যাটাকের খবর পেয়ে কমবেশি সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্ত বিপদ কাটিয়ে পরশুদিন তিনি বাড়ি ফিরছেন। তবে, বাড়ি ফেরার আগে তাঁর খাদ্যাভাস নিয়ে একটু বাড়তি সতর্ক করে দিলেন চিকিৎসকেরা।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪৮ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার শনিবার বুকে যন্ত্রণা নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। সে দিন অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন বসেছে। আরো দুটি আর্টারি ব্লক থাকলেও আপাতত আর স্টেন বসানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তবে, খাবারের দিকে বাড়তি নজরদারি জরুরি বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা সৌরভকে জানিয়েছেন, ফ্যাট বর্জিত ডায়েট মেনে চলতে হবে। তিনি ধূমপান কিংবা মদ্যপান করেন না। তাই সেই বিপদ অনেকটাই কম। কিন্তু দুধ চা খেতে ভালোবাসেন। তাছাড়া মহারাজের বিরিয়ানি খুব প্রিয়। পছন্দের মেনুতে রয়েছে খাসির মাংস। তবে এখন এগুলোতে রাশ টানতে হবে।
চিকিৎসকেরা তাঁকে জানান, বিরিয়ানি মাঝেমধ্যে খুব অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। তবে, খাসির মাংস কখনো খেতে হলে তা কচি পাঁঠা হতে হবে। রেওয়াজি মাংস একেবারেই চলবে না। দুধ চা সম্পূর্ণ বর্জন করতে হবে। বাবার ডায়বেটিস ছিল। তাই সৌরভ বরাবর মিষ্টি এড়িয়ে চলতে চান। তবে, চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত আতঙ্কিত হওয়ার দরকার নেই। কম করে মিষ্টি খাওয়া যেতে পারে।
তাঁকে দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক জানাচ্ছেন, খাবার নিয়ে সব পরামর্শ তিনি মেনে চলবেন, হাসি মুখে চিকিৎসকদের এমনি জানিয়েছেন সৌরভ। তবে, তিনি স্বাস্থ্য নিয়ে সচেতন। তাঁর জীবন যাপন সংযত। তাই বাড়তি উদ্বেগের প্রয়োজন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।