নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: দলের প্রাক্তন দাপুটে নেতাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে শুভেন্দুকে উদ্দেশ্য করে বললেন, “অবিভক্ত মেদিনীপুরে পাঁচটা বিধানসভা আসন জয়লাভ করে শুভেন্দু অধিকারী দেখাক।”
অবিভক্ত মেদিনীপুরের সকল আসনে পদ্ম ফোটানোর সংকল্প নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন দিলীপ ঘোষের সঙ্গে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫ আসনেই বিজেপি প্রার্থীদের জেতাবেন। যার পালটা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি দাবি করেছেন যে কোটি কোটি শুভেন্দু-দিলীপ বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না।
গড়বেতায় এক সভায় দাঁড়িয়ে অজিত মাইতি অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছেন, “ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ৩৫ টি বিধানসভা আসন রয়েছে। সেই বিধানসভা গুলিতে বিজেপি জিতবে বলে শুভেন্দু অধিকারী বলেছেন। এর মধ্যে পাঁচটা বিধানসভা আসন জয়লাভ করে শুভেন্দু অধিকারী দেখাক।” এখানেই শেষ হয়ে যায়নি শুভেন্দুর প্রতি অজিত মাইতির আক্রমণ। তিনি আরও বলেছেন, “ক্ষমতা থাকলে উনি গড়বেতায় তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেখান। কত ধানে কত চাল হয় তখনই বুঝে যাবেন”।
অজিত মাইতি আরও বললেন, “যার মাথার চুল থেকে নখ পর্যন্ত দুর্নীতিতে ভরা। যিনি লক্ষ, কোটি টাকার দুর্নীতি করেছেন। তাঁর মুখে চোর শব্দ মানায় না। উনি ডাকাতের থেকেও আরও বেশি। উনি নাকি মার্জিন বাড়ানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন। উনি মার্জিন বাড়ানোর জন্য নয়, উনি বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে।”
সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতি আরও বলেছেন, “ওনার চরিত্র মানুষ ভালভাবেই বুঝে নিয়েছেন। উনি যে ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। বাংলার মানুষ ওই বেইমান, কাপুরুষ শুভেন্দু অধিকারীকে তার যোগ্য জবাব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।”