বিক্রম কর্মকার, ত্রিপুরা: রক্তদান উৎসবের আয়োজন করা হয় আগরতলা মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সোমবার সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে, ‘রক্তদান জীবন দান’ এই স্লোগানকে সামনে রেখেই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
এদিন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। রক্ত মানবদেহের একটি অপরিহার্য উপাদান। রক্ত মানবদেহে সঞ্জীবনী শক্তি দান করে এবং জীবনধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে। শুভ চেতনা সম্পন্ন মানুষের কাছে রক্তদান এক মহৎ কাজ”। এই রক্তদান শিবিরে রাজ্যের সকল প্রকার মানুষকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।