বিক্রম কর্মকার, ত্রিপুরা: কৃষক আন্দোলন নিয়ে সারা দেশ এখন উত্তাল। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নেমেছে নানা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের পর এবার সিপিআইএম কৃষকদের পাশে দাঁড়াল।
জানা গিয়েছে, আগরতলা ওরিয়েন্ট চৌমুহুনিতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে এক গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়। এখানেই সামিল হয়েছেন ত্রিপুরা সিপিআইএম দল।
কৃষক বিরোধী কালা কৃষি আইন বাতিল করা ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে দিল্লিসহ দেশব্যাপী কৃষক সংগ্রামকে সমর্থন জানিয়ে এদিন তাঁরা ধর্নায় বসেছেন। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।
এদিন সিপিআইএম নেতা পবিত্র কর বলেন, ”কৃষিক্ষেত্রে পুঁজিপতিদের দ্বারা মুনাফা লুণ্ঠন বন্ধ করতে হবে। সরকারকে উৎপাদন খরচের দেড়গুণ দামে কৃষি পণ্য ক্রয় করতে হবে। কৃষিকে কর্পোরেটদের হাতে তুলে দিলে চলবে না”।
কর্পোরেট ভাগাও, ক্ষেতি বাঁচাও, ভারত বাঁচাও। এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। তাঁদের দাবি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার না মানলে আগামী দিনে সিপিআইএম দল আরও সুবৃহৎ আন্দোলন করবে। এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতা পবিত্র কর।