মুম্বই হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পাকিস্তান
খাসখবর ডেস্ক: যদিও এই প্রথমবার নয়! মাঝে মাঝে লোক দেখানো গ্রেফতারি চলে জাকিউর রহমান লাকভির। সম্প্রতি লকভিকে আবার গ্রেফতার করেছে পাক প্রশাসন। তবে মুম্বই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়! লাকভির বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তান।
পাক-গোয়েন্দার দাবি মতো একটি ডিসপেন্সারির আড়ালে অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে মদত দেওয়ার কাজ করত লাকভি৷ এই অর্থ নিজের ব্যক্তিগত খরচেও ব্যবহার করেছিল লাকভি। রাষ্ট্রসংঘের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় নাম রয়েছে এই লাকভির। বহু বছর ধরে লাকভিকে মুম্বই হামলার জন্য দোষী চিহ্নিত করে বিচার চেয়ে আসছে ভারত৷
তবে ঠিক কোন জায়গা থেকে লাকভিকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু বলেনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সন্ত্রাসদমন বিভাগ। মুম্বই হামলার মাস্টার মাইন্ড লস্কর-ই-তইবার কমান্ডার জাকিউর রহমান লাকভিকে ২০১৫ সাল থেকে জামিনে ছেড়ে ছিল পাক-আদালত। এদিন তাকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সন্ত্রাসদমন বিভাগ গ্রেফতার করেছে। কয়েক দিন আগে লাকভিকে মাসিক দেড় লক্ষ পাকিস্তানি মুদ্রা দেওয়ার অনুমতি দিয়েছিল রাষ্ট্রসংঘ।