নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

0
52

নয়াদিল্লি: রাজ্য সফরে এসে নজিরবিহীন হামলার মুখে পড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়ে মারা হয়৷ ওই ঘটনায় বিজেপির তরফে শাসক শিবিরকেই দোষারোপ করা হয়েছে৷ ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছেন৷ রিপোর্ট পেয়েই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ৷

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের মুখে এই ঘটনাকে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া এবং আইন শৃঙ্খলার অবনতির উদাহরণ হিসেবে তুলে ধরবে বিজেপি৷ গতকাল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর সঙ্গে বৈঠকের পর টুইট করে ঠিক এই কথাগুলিই বলেছিলেন স্বয়ং রাজ্যপাল৷ তারপরই রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর, আগামী সোমবার দুজনকে সশীরের দিল্লিতে আসতে বলা হয়েছে৷ অভিজ্ঞ মহলের মতে, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তীব্র হতে চলেছে কেন্দ্র-রাজ্য সংঘাত৷

- Advertisement -

রাজ্যপাল ছাড়াও নবান্নের কাছেও আলাদা করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ অপরদিকে ডায়মন্ড হারবারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে রিপোর্ট রাজ্যপাল পাঠিয়েছেন তাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় খামতির উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, রিপোর্টে রাজ্যপাল লিখেছেন, জেপি নাড্ডার কনভয়ে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না৷ রাজ্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তোলা হয়েছে রিপোর্টে৷ এই রিপোর্টের ভিত্তিতে আজ বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। সেখানেই ঠিক হয় মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে ডেকে পাঠানো হোক৷

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জখম হন কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁর বা হাতে চোট লেগেছে৷ মেডিক্যাল রিপোর্ট বলছে, বা হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে৷ চোট পেয়েছেন মুকুল রায়ও৷ ওই ঘটনার পরই উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি৷ তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি৷ ঘটনার নিন্দায় টুইট করেছেন অমিত শাহ থেকে রাজনাথ সিংও৷