নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: সদ্যজাত একশিশু সন্তানের মায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল হাসপাতালের চুক্তিভিত্তিক এক কর্ম বন্ধুর বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ঘটনা। আর সেই সম্পাদিত ভিডিওই এখন নেট দুনিয়ায় ‘ভাইরাল’।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের এক মহিলা কর্মবন্ধু কারোর উদ্দেশ্যে বলছেন, ‘এতো সাহস আসে কোথা থেকে? ভীষণ সাহস। এখানে বেশি পাকামো করলে বাচ্চা সমেত তুলে নিয়ে গিয়ে ফেলে আসবো”। আর এই ভিডিও ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘খাসখবর’।
এবিষয়ে অভিযুক্ত ওই কর্মবন্ধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার কথা পরোক্ষে স্বীকার করে নেন। তার কথায়, “আমি বাচ্চা ও মা সমেত লেবার রুমে রেখে আসার কথা বলেছি’। আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের কোন নিরাপত্তা নেই। তিতিবিরক্ত হয়ে ভুল কথা বলে ফেলেছি”। এই ঘটনায় তিনি যথেষ্ট অনুতপ্ত বলেই জানিয়েছেন।
এবিষয়ে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার তড়িৎ কান্তি পালকে প্রশ্ন করা হলে তিনিও ঘটনার কথা শুনেছেন বলে জানান। একই সঙ্গে ঠিকাদারি সংস্থার সঙ্গে তিনি কথা বলে অভিযুক্ত কর্মবন্ধুকে অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন। এই ধরণের ঘটনা তাঁরা সমর্থন করেন না বলেও তিনি জানান।