খাসখবর ডেস্ক: চলতি সপ্তাহের শুক্রবার সন্ত্রাসবাদী হামলায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার নির্বাচনী প্রার্থী। সেখানকার জেলা উন্নয়ন কাউন্সিলের (ডিডিসি) নির্বাচনের প্রার্থী আনিসুল ইসলাম গণাইকে গুলি করে সন্ত্রাসবাদীরা।
আরও পড়ুন দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, গ্রেফতার ২ জইশ সন্ত্রাসবাদী
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে কোকারনাগে হামলা করে সন্ত্রাসবাদীরা। সেখানকার সাগাম এলাকায় সন্ত্রাসবাদীদের গুলি চালনায় আনিসুল ইসলামের হাতে গুলি লেগেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আপাতত তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে।
চলতি সপ্তাহের শুক্রবার ৩৩টি ডিডিসি আসনে ভোটগ্রহণ হয়েছে। তাতে কাশ্মীরের ১৬টি এবং জম্মুর ১৭টি আসন রয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বাড়ানো হয়েছিল প্রার্থীদের নিরাপত্তাও। যদিও আনিসুল ইসলাম পুলিশকে না জানিয়েই অনন্তনাগ ছেড়েছিলেন। ফলে কোনও সুরক্ষাও ছিল না তাঁর সঙ্গে।