কোন দলে তিনি, রবিবার কলকাতায় জানাবেন শুভেন্দু

0
813

খাসখবর ডেস্ক: সৌগত রায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়নি। হোয়াটসঅ্যাপ মেসেজে শুভেন্দু জানিয়ে দিয়েছেন ‘এক সঙ্গে কাজ করা সম্ভব নয়।’

কিন্তু তাহলে প্রশ্ন থেকে যায় কোন দলে যাচ্ছেন? কিংবা নিজেই দল গড়ছেন কিনা! সূত্রের খবর সেই প্রশ্নের উত্তরই আগামী রবিবার কলকাতায় এই সব প্রশ্নেরই উত্তর দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। ওইদিন কলকাতায় সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু৷

- Advertisement -

সম্প্রতি দল ও তৃণমূল সরকারের একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছেন কাঁথির এই প্রভাবশালী নেতা৷ ছেড়েছেন রাজ্য সরকারের মন্ত্রীত্বও। অন্যদিকে সৌগত রায়ের সঙ্গে কলকাতার বৈঠক ভেস্তে যাওয়ার পর শুভেন্দুর বিরুদ্ধে কড়া মনোভাব দেখাতে শুরু করেছেন মমতা৷

তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মমতা ঘনিষ্ট পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ৭ তারিখে মেদিনীপুরে মমতার সভার আগেই কলকাতায় নিজের অবস্থান স্পষ্ট করবেন কাঁথির প্রভাবশালী নেতা এমনটাই আশা করছে রাজনৈতিক মহল।

‘আমরা দাদার অনুগামী’ র পাল্টা ‘দিদির সঙ্গে আছি’ প্রচার শুরু করেছে তৃণমূলও। এখন দেখার শেষ পর্যন্ত কোনও চমৎকারে দলেই থাকেন শুভেন্দু নাকি যুদ্ধের শেষ মুর্হূতে শিবির বদল করে চাপে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।