পলাশ নস্কর, কলকাতা: বিজেপির বিরুদ্ধে ওঠা ইভিএম কারচুপির অভিযোগের জবাব দিলেন বাংলার বিধায়ক সব্যসাচী দত্ত। সমগ্র অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। সেই সঙ্গে নিজের দাবির স্বপক্ষে জোরাল যুক্তিও দিতে দেখা গিয়েছে রাজারহাট নিউটাউনের বিধায়ককে।
আরও পড়ুন- আর নেই দরকার দুয়ারে সরকার, এইবার দরকার বিজেপি সরকার: শঙ্কুদেব পন্ডা
ইভিএম কারচুপি করে নির্বাচনে জয়লাভ করে বিজেপি। সমগ্র দেশে গেরুয়া ঝড়ের নেপথ্যে রয়েছে বড় কেলেঙ্কারি। ইভিএম যন্ত্রে কারচুপি করে একের পর এক নির্বাচনে জয়লাভ করছে পদ্ম শিবির। প্রায় সকল অবিজেপি দল এই অভিযোগ করে থাকে। ওই প্রক্রিয়াতেই লোকসভা গত নির্বাচনে বাংলায় ১৮টি আসন লাভ করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দেওয়া বাংলার বিধায়ক সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, “২০১১ সালে আমি তৃণমূলের প্রতীকে ইভিএম-এ জিতে এসেছিলাম। মাননীয়া মুখ্যমন্ত্রীও কিন্তু ইভিএমেই জিতে এসেছিলেন ২০১১ সালে। ২০১৬ সালে জিতে উনি এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সেটাও কিন্তু ইভিএম-এর মাধ্যমেই।”
আরও পড়ুন- কৃষক আন্দোলন নিয়ে মমতাকে আক্রমণ বিজেপি নেতা শমীকের
জিতলে ভোট যন্ত্রে কোনও সমস্যা নেই, আর হেরে গেলেও অযথা ইভিএম-কে দোষ দেওয়া হয় বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত। এই ধরণের অযৌক্তিক দাবি বা অভিযোগের কোনও মানে হয় না বলে মন্তব্য করেছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। তাঁর কথায়, “জিতলে ভালো আর হারলে গেলো বা কালো এটা কিন্তু বলা উচিত নয়।”