কলকাতা: রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছে ধর্মীয় অনুভূতি বা ভাবাবেগ। বিভিন্ন ধর্ম বা মতের বিশ্বাসীদের কাছে টানতে উদ্যত হচ্ছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মতুয়া ঠাকুরবাড়িতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ধারা বজায় রেখে এবার বিধানসভা নির্বাচনে অনুকূল ঠাকুরকে হাতিয়ার করল বিজেপির বঙ্গ ব্রিগেড।
আরও পড়ুন- বিধায়ক বৈশালীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বালির তৃণমূল নেতার
শনিবার বিকেলের দিকে অনুকূল ঠাকুরের পুত্র প্রচেতা রঞ্জন চক্রবর্তীর বাড়িতে যান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগণা জেলার বাগুইআটির পূর্ব নারায়ণ তলা এলাকায় থাকেন প্রচেতা রঞ্জন চক্রবর্তী। সমগ্র বাংলায় বিশেষ প্রভাব রয়েছে এই অনুকূল ঠাকুরের। রাজ্যের বাইরেও অন্যত্রও অনেক অনুগামী রয়েছে তাঁর। সেই অনুগামীদের ভোট ব্যাংক হিসেবে ধরলে সংখ্যা নেহাত কম নয়। আর সেই অনুগামীদের ভোট যদি পদ্মের প্রতীকে আসে তাহলে তো সোনায় সোহাগা।
বিজেপির এই কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক। ফের তাঁকেই ওই পদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের জাতীয় নেতৃত্ব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজের রণকৌশল প্রস্তুতিতে মন দিয়েছেন কৈলাস। মনে করা হচ্ছে যে সেই রণকৌশলের অঙ্গ হিসেবেই এদিন প্রচেতাবাবুর সঙ্গে দেখা করেছেন কৈলাস।
আরও পড়ুন- নিজেই গোপণাঙ্গে ছুরি চালিয়ে স্বামীর নামে অভিযোগ আনলেন স্ত্রী
যদিও অনুকূল ঠাকুরের ছেলের বাড়িতে যাওয়া বা তাঁর সঙ্গে বৈঠকের মধ্যে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিজেপি নেতা কৈলাস। তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে তিনি প্রচেতা রঞ্জন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন। যা কথা হয়েছে সেটাও সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেছেন, “শুভেন্দু অধিকারী এখনও তৃণমূলেই আছেন। আমি সেই বিষয়ে কিছুই বলতে পারব না।”
আরও পড়ুন- করোনা ভাইরাস টিকাকরণে শেষ হবে এমন প্রমাণ নেই, জানালেন ফাইজারের প্রাক্তন প্রধান