নিজস্ব প্রতিনিধি(পূর্ব মেদিনীপুর): কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি। তারই জেরে বৃহস্পতিবার সকাল থেকেই পথে নেমেছে এসইউসিআই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শাখার সদস্যরা।
এদিন সকাল সাড়ে ৬টা থেকেই ৪১নং জাতীয় সড়কের নিমতৌড়িতে পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে বহু পণ্যবাহী লরি ও যাএীবাহী বাস।
এসইউসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার যেভাবে নীতিহীন পদক্ষেপ নিচ্ছে তার বিরোধিতা করেই এই আন্দোলন শুরু হয়েছে এবং তা চলবেও। তাছাড়া পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় একইভাবে তাঁরা বনধ করেন কর্মীরা।
সকাল থেকে আগেরদিনের মতন বাস দেখা যায়নি। ঠিক তেমনি রাস্তার যাএীদের দেখা যায়নি। পাশাপাশি সকালে তেমন দোকান বন্ধ রয়েছে। এদিন কাঁথি, দিঘা, এগরা, হলদিয়া এককি চিএ লক্ষ করা গেছে।