নয়াদিল্লি: ভাববেন না পাবজি মোবাইল ইন্ডিয়া এখন শুধু একটি গেম, এটি এখন ভারতের রেজিস্ট্রারড একটি কোম্পানী। পাবজি কর্পোরেশন, এই কোম্পানির আওতায় আসে পাবজি, পাবজি মোবাইল, পাবজি মোবাইল ইন্ডিয়া এবং পাবজি মোবাইল লাইট টাইটেলস। ভারতে ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ১১৭টি চিনা অ্যাপ, বন্ধ করার কথা হচ্ছিল পাবজি। এইসবের মাঝেই ভারতের ঘরে পাকাপাকি জায়গা করল পাবজি।
পাবজি কর্পোরেশন, এই কোম্পানি ৫ লাখ টাকার ইনভেস্টমেন্টে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকে নাম নথিভুক্ত করেছে। নভম্বরের ২১ তারিখ এই প্রক্রিয়া হয়েছে। বোঝা যাচ্ছে, এই কোম্পানী পাবজি মোবাইল ইন্ডিয়া সময়ের আগেই বাজারে লঞ্চ করতে পারে, সঙ্গে সঙ্গে চলে আসবে নতুন গেম।
দীপাবলিতে পাবজি কর্পোরেশনের ঘোষণার কিছুদিনের মধ্যেই পাবজি মোবাইল ইন্ডিয়া কোম্পানী হিসেবে সামনে এসেছে। জানানো হয়েছিল ১০০ মিলিয়ন ডলারের ইনভেস্টমেণ্টে এই কাজ শুরু হবে। তবে তা হয়নি।
নতুন এই কোম্পানী বেঙ্গালুরুতে রেজিস্ট্রারড। পাবজি কর্পোরেশন ভারতের হেডকোয়ার্টার হতে পারে বেঙ্গালুরুতেই। এখান থেকেই অপারেশন এবং পাবজি মোবাইল ইণ্ডিয়া গেম নিয়ন্ত্রণ করা হবে।
সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, এই গেমটির প্রস্তুতকারক সংস্থা Krafton নিজেদের ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর মাইক্রোসফটের হাত ধরেই ফের ভারতে আসতে পারে এই গেম।
তবে শোনা গিয়েছিল, টেলিকম জায়ান্ট এয়ারটেল কিংবা রিলায়েন্স জিওর হাত ধরে ফের দেশে ফিরতে পারে গেমটি। তবে তা গ্রাহ্য হয়নি বলেই জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চিনা সংস্থা Tencent–এর সঙ্গ ত্যাগের পাশাপাশি শেষপর্যন্ত মাইক্রোসফটের সঙ্গে Krafton-এর চুক্তি হওয়ায় PUBG Mobile-এর ভারতে ফিরতে আর কোনও আইনি বাধা নেই।
জানা গিয়েছে, কোম্পানীর কর্পোরেট ডেভেলপমেন্টের হেড শিয়ান সোন পাবজি মোবাইল ইন্ডিয়ার দু’জন ডিরেক্টরদের মধ্যে একজন। অন্যজন দশটির বেশি কোম্পানীতে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যাদের মধ্যে রয়েছে স্পটিফাই এবং অ্যাকুওয়েদার। কোম্পানীর রেজিস্ট্রেশনের সঙ্গে এই দু’জনের নামও নথিভুক্ত হয়েছে।