খাস খবর ডেস্ক: বাড়িতে নিজের মতো করে সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন মা। জীবনে প্রথমবার এবং নতুন মা হওয়ার অনুভূতিতে আচ্ছন্ন ছিলেন তিনি। সেই সঙ্গে মা হওয়ার কারণে শারীরিক অবস্থার বদলের বিষয়টিও মাথায় ঘুরছিল। এমন সময়ে এল তাঁর শরীর সংক্রান্ত প্রশংসা। যা খুশি নয়, নিয়ে এল বিস্তর বেদনা।
আরও পড়ুন- সুভাষ নয়, গুমনামী বাবা ছিল কংগ্রেসের ষড়যন্ত্র: নেতাজি গবেষক
নিজের নাতিকে মাতৃদুগ্ধ পান করাতে দেখেছিলেন এক বৃদ্ধ। যিনি সম্পর্কে ওই মহিলার শ্বশুর। সেই সময়ে সরাসরি নিজের ছেলের বৌকে তিনি জানিয়ে দেন যে তাঁর(পুত্রবধূর) স্তন যুগল খুবই সুন্দর। অমন বড় স্তন সচরাচর দেখা যায় না। যা নিয়েই শুরু হল বিপত্তি। বিবাদ এতটাই দূরে গড়াল যে সস্ত্রীক বাড়ি ছাড়তে হল ওই বৃদ্ধকে।
এই বিষয়ে ওই মহিলার স্বামী বলেছেন, “আমার স্ত্রী আমাদের ছেলেকে নিজের দুধ খাওয়াচ্ছিল। সেই সময়ে আমার বাবা আমার স্ত্রীর স্তন দেখতে পায়। যদিও স্তনবৃন্ত দেখতে পায়নি। সেই সময়ে আমার বাবা জানায় যে বৌমার স্তন বেশ ভালো, নাতির ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আমার স্ত্রীর বিষয়টি ভালো লাগেনি। খুব দুঃখিত হয়েছিল। এবং খুব কেঁদেছিল।”
আরও পড়ুন- সৃজিতের ‘গুমনামি’ই বাঙালির অবক্ষয়ের প্রমাণ
এরপরে বিষয়টি নিজের মাকে জানান নতুন বাবা তথা ওই মহিলার স্বামী। নতুন ঠাকুমা সমগ্র বিষয়টি শুনে খুবই ক্রুব্ধ হয়েছিলেন। বিষয়টি নিজের বাবাকেও জানান তিনি। তাঁর কথায়, “আমি বাবাকে বলছিলাম যে এই ধরণের কথা বা মন্তব্য যেন আর উনি না করেম। অন্যথায় এই বাড়িতে তাঁর থাকা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। আমার মাও একই কথা বলেছিলেন।”
এরপরে আচমকা নিজের পুত্রবধূর কাছে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন বৃদ্ধ ব্যক্তি। ওই ধরণের মন্তব্য তিনি আর করবেন না বলেও অঙ্গিকার করেন তিনি। এতেই চটে গিয়ে শ্বশুরকে তিরস্কার করেন তাঁর পুত্রবধূ। তিনি তাঁর শ্বশুরকে ‘বিকৃত’ এবং ‘বিরক্তিকর’ বলেন। এরপরেই নিজের স্ত্রীকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যান ওই বৃদ্ধ ব্যক্তি। এরপরেই সমগ্র ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাড়ি ছাড়া বৃদ্ধ দম্পতির সন্তান।
আরও পড়ুন- নেতাজিকে হত্যা করেছে কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ সাক্ষী মহারাজের
ওই পোস্টে নিজের বাবাকে গাধার সঙ্গে তুলনা করেছেন নতুন বাবা হওয়া ওই ব্যক্তি। তিনি বলেছেন, “আমার বাবা একটা গাধার মতো কাজ করেছে। একবার যখন ভুল করে ফেলেছিল সেটা নিয়ে আবার ক্ষমা চাইতে যাওয়ার কোনও মানে ছিল না। ফের প্রসঙ্গ উত্থাপন করে বিপদ বাড়িয়ে দিল। এদের গাধা ছাড়া আর কী বলা যেতে পারে!”