কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে সিনেমাহল খুলেছে। এবার পুজোয় অনেক বাংলা ছবি অবশেষে সিনেমাহলেই মুক্তি পেতে চলেছে। এর জন্য বহু তারকা সোশ্যাল মিডিয়াতেই ছবির প্রচার শুরু করেও দিয়েছেন। তেমনি এবার পুজোয় স্বস্তিকার দর্শককে উপহার ‘গুলদস্তা’।
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় চলতি বছরে তাঁর বলিউড চলচ্চিত্র ‘দিল বেচারা’-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বিখ্যাত ওয়েব সিরিজ ‘পাতাল লোকে’ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
সম্প্রতি মিস বাসু ওরফে স্বস্তিকা তাঁর আসন্ন ছবি ‘গুলদস্তা’-য় তাঁর লুকের এক ঝলক শেয়ার করেছেন। তিনি এই সিনেমায় ডলি বাগরির ভূমিকায় অভিনয় করবেন। এই ডলি বাগরি আদতে একজন সেলস গার্ল।
তিনি সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রচারে লিখেছেন, গুলদাস্তা সিনেমাটি ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি সিনেমাটি দেখার জন্য সকলকে অনুরোধ করেছেন। আর তার সঙ্গে অনুরাগীদের মাস্ক পরার কথাও বলেছেন। কারণ এই সিনেমাটি কেবল সিনেমাহলেই মুক্তি পাবে।
তিনি তাঁর অনুভূতিগুলিও ভাগ করে নিয়েছেন। আরও বলেছিলেন যে দীর্ঘ সময় পরে নিজেকে বড় পর্দায় দেখার আনন্দটি সম্পূর্ণ অন্যরকম।
অর্জুন দত্ত পরিচালিত ‘গুলদস্তা’ তিন মহিলার গল্প। স্বস্তিকা ছাড়াও অর্পিতা চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ইশান মজুমদার, অনুভব কাঞ্জিলাল, অভিজিৎ গুহ রয়েছেন এই চলচ্চিত্রে।
এই সিনেমার অপর দুই মহিলা অভিনেত্রীর পাশাপাশি স্বস্তিকাকে একজন বয়স্ক মহিলার চরিত্রে দেখা যেতে পারে এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর ভক্তরা এই সিনেমায় এই নতুন লুকের স্বস্তিকাকে কতটা পছন্দ করেছে তাও উল্লেখ করেছে এই ছবির কমেন্ট সেকশনে।