ব্যারাকপুর: প্রকাশ্যে এসেছে কামারহাটি এলাকার বিজেপির দুই নেতানেত্রীর যৌন কেচ্ছা। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। এই অবস্থায় প্রকাশ্যে এসেছে আরও বড় চাঞ্চল্যকর তথ্য। যা জানা গিয়েছে বিজেপির স্থানীয় নেতাদের কাছ থেকেই।
আরও পড়ুন- ব্যবহৃত কন্ডোম সেদ্ধ করে পুনরায় বিক্রি, পুলিশের জালে আটক জালিয়াত-চক্র
কামারহাটি এলাকার বিজেপি নেতাদের মাধ্যমেই ফাঁস হয়েছে শুভঙ্কর এবং অনুষ্কার যৌন কেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পদ্ম শিবিরের ওই নেতানেত্রীদের নগ্ন অবস্থার ছবি। জানা গিয়েছে যে বিজেপিরই একজন নেত্রী এক সময়ে অনুষ্কা শুভঙ্করকে মাথায় তুলেছিল। তিনিই তাঁদের ওই সকল ছবি ফাঁস করে দিয়েছেন।
এরপরে আরও একটি চাঞ্চল্যকর বিষয় প্রকাশ্যে এসেছে। স্থানীয় এক বিজেপি নেতা জানিয়েছেন যে শুভঙ্কর বোস দলের অন্দরে বড় পদাধিকারী হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। সেই লক্ষ্য পূরণের জন্য প্রেমিকা অনুষ্কাকে নোংরা কাজেও ব্যবহার করতেন শুভঙ্কর। ওই নেতার কথায়, “অনুষ্কাকে বিভিন্ন নোংরা কাজে ব্যবহার করত। বড় বড় নেতাদের কাছে তৈল মর্দন করে ও বিশেষভাবে নিশিযাপনের মাধ্যমে নিজেও পদাধিকারী হওয়ার প্রচেষ্টায় ছিল।”
আরও পড়ুন- গ্রামীন বিকাশ ব্যাংকের ডাকাতির ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত কাঁথি আদালতের
কামারহাটি এলাকার ওই বিজেপি নেতা আরও জানিয়েছেন যে এই অনুষ্কা অতীতে তৃণমূল কংগ্রেস এর আঞ্চলিক সদস্য ছিল এবং তৃণমূল এর দালাল হিসেবে কাজ করত। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে বিজেপির সমস্ত ভিতরের খবর তৃণমূলের নেতা-মন্ত্রীদের সরবারহ করতো অনুষ্কা।
বঙ্গ বিজেপির একাদিক শীর্ষস্থানীয় নেতা এবং সাংসদদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল শুভঙ্কর-অনুষ্কার। যা নিয়ে অনেকে দায় এড়াতে চাইলেও কামারহাটির বিজেপি নেতারা অন্য কথা বলছেন। তাঁদের মতে, “শুভঙ্কর বোসকে যাঁরা চিনতেন না এবং একচিনের আলাপ বলে দায় এড়াতে চাইছেন তাঁরা মিথ্যে বলছেন। অনেকের বাড়িতেও নিয়মিত যাতায়াত ছিল ওই যুগলের। এখন বিপাকে পরে না চেনার ভান করছে।”
আরও পড়ুন- বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে নদিয়ার যুবক
সূত্রের খবর, তৃণমূল থেকে আসা অনুষ্কার উত্থান বিজেপির অনেকেই ভালো চোখে দেখেনি। সেই সঙ্গে ওই এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্কার ঘনিষ্ঠতার বিষয়টিও নজর কেড়েছিল। যার কারণেই শুরু হয়েছিল দলীয় কোন্দল। আর সেই কোন্দলের জেরেই ফাঁস হয়েছে অনুষ্কা-শুভঙ্করের যৌন কেচ্ছা।
আরও পড়ুন- তিন তালাকের প্রতিবাদী ইসরাত জাহানের বাড়িতে ভয়াবহ হামলা