রিক্সা চালকের ছেলের স্বপ্নপূরণে এগিয়ে এলেন হৃতিক

0
117

মুম্বই: বলিউড অভিনেতা হৃতিক রোশন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ অনুরাগীদের জন্য প্রায় মাঝে মধ্যেই নানান ধরনের পোস্ট করে থাকেন তিনি ৷ কিন্তু এবার এক অন্য রকম কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এক রিক্সাচালকের ২০ বছরের ছেলে কমল সিংকে আর্থিক সাহায্য করেছেন তিনি ৷ হৃতিক এইচআরএক্স ছবির মাধ্যমে সাহায্য করেছেন ৷

- Advertisement -

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে পরিচালকের প্রেম নিয়ে চর্চা টলিউডে

হৃতিক রোশন তাঁকে ৩ লক্ষ টাকা সাহায্য করেছেন। এই তথ্য স্বয়ং রিক্সা চালকের ছেলেই দিয়েছেন ৷ কমল সিং দিল্লির বিকাশপুরীর বাসিন্দা। তাঁর স্বপ্ন ব্যালে ডান্সার হওয়ার। সেই জন্যই ইংল্যান্ডের দ্য ইংলিশ স্কুল অফ ব্যালেতে জয়েন করতে চায় ৷ সেই জন্য কমল একটি ফান্ডিং প্ল্যাটফর্মে ৪ বছর আগে লিখেছিল ‘আমার বাবা একজন ই-রিক্সাচালক, আমি স্থানীয় একটি সরকারি স্কুলে লেখাপড়া করি”।

 তিনি আরও লিখেছিলেন,”সব সময়েই মনপ্রাণ চায় যে নাচের ক্লাসে যোগ দিই। কিন্তু টাকা পয়সা না থাকার জন্য তা আর হয়ে উঠছেনা। সেই কারণেই এই পোস্টটি করছি। এখন দিল্লিতে একটি নাচের ক্লাসে যোগ দিয়েছি। এখানেই জানতে পারলাম ব্যালে কাকে বলে? এরপরে ব্যালে ডান্স স্কুল ইংল্যান্ডে পড়তে চাই ”৷

আরও পড়ুন:Time ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম মোদী ও শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিসের

তিনি জানিয়েছেন,”আমি সেখানে শেখার সুযোগ পেয়েছি। কিন্তু তার জন্য ২৫ লক্ষ টাকা প্রয়োজন”। এরপরে আস্তে আস্তে তিনি ১৭ লক্ষ টাকা যোগাড় করেন। টাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হৃতিক রোশন ৩ লক্ষ টাকা দিয়েছেন। এর জন্য হৃতিকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।