জল দিতে না চাওয়ায় উত্তরপ্রদেশে দলিত কৃষকের মাথা কেটে দিল অপর চাষি

0
67

লখনউ: দলিত কৃষকের মাথা কেটে খুন করার অভিযোগ উঠল অপর এক চাষির বিরুদ্ধে৷ শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বঁদায়ু জেলায়৷ ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত রূপ কিশোর৷

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে৷ ওই দলিত কৃষক নাথু লাল তাঁর চাষের জমিতে সেচের জল দিচ্ছিলেন৷ সেই সময় রূপ কিশোরেরও চাষের জন্য জলের দরকার পড়ে৷ তিনি নাথু লালেদর কাছে জল চান৷ কিন্তু নাথু লাল জল দিতে অস্বীকার করে৷ তাতেই মেজাজ হারান রূপ কিশোর৷

- Advertisement -

অভিযোগ, এরপরই তিনি নাথু লালকে মারধর করা শুরু করেন৷ তারপর কুড়ুল দিয়ে তাঁর উপর আক্রমণ করেন৷ কুড়ুলের আঘাতে মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় নাথু লালের৷ তখন বেগতিক বুঝে পালিয়ে যায় রূপ কিশোর৷

মৃতের ছেলে সাংবাদিকদের জানান, সোমবার রাত অবধি তাঁরা জমিতে চাষের কাজ করছিল৷ নাথু লাল ছেলেকে বাড়ি চলে যেতে বলে৷ বাবার কথা শুনে সে বাড়ি চলে যায়৷ কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পর নাথু লাল বাড়ি ফেরেনি৷ মঙ্গলবার সকাল সকাল ছেলে মাঠে যায়৷ দেখে নাথু লালের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে মাটিতে৷ ছেলের অভিযোগ, এটা রূপ কিশোরের একার কাজ নয়৷ আরও অনেকে জড়িয়ে রয়েছে৷

এদিকে নিহতের ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপ কিশোরের নামে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ৷ জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ বর্মা জানান, রূপ কিশোরের নামে এসসি/এসটি ধারায় বিলসি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত পলাতক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷