তমলুক জেলা আদালতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

0
82

নিজস্ব সংবাদদাতা, তমলুক: সাত সকালে পূর্ব মেদিনীপুর তমলুক জেলা আদালতে আগুনের ফুলকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণের বেরিয়ে ছিলেন। তখনই জেলা আদালত থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। তাঁরাই তমলুক থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।

- Advertisement -

খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের একটি ইঞ্জিনকে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।